ঢাকা সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১
চট্টগ্রাম-৮ আসনে

বিএনপির প্রার্থী হিসেবে তৃণমূলে আবু সুফিয়ানই পছন্দ

মো. সিরাজুল মনির ,চট্টগ্রাম ব্যুরো এপ্রিল ৭, ২০২৫, ১২:২৬ পিএম বিএনপির প্রার্থী হিসেবে তৃণমূলে আবু সুফিয়ানই পছন্দ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে দলীয় প্রার্থী নির্বাচনে কৌশলী অবস্থান নিয়েছে বিএনপি। ভোটারদের কাছে জনপ্রিয় এবং তৃণমূল পর্যায়ে গ্রহণযোগ্য নেতৃত্বকে গুরুত্ব দিয়ে এগোচ্ছে দলটি। এ আসনে তৃণমূল নেতাকর্মীদের জোর দাবি—আসন্ন নির্বাচনে বিএনপির প্রার্থী হোন আলহাজ্ব আবু সুফিয়ান।

চট্টগ্রাম সিটি করপোরেশনের পাঁচলাইশ, বাইজিদ, চাঁন্দগাঁও থানার অংশ এবং বোয়ালখালী উপজেলা নিয়ে গঠিত চট্টগ্রাম-৮ আসনটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। পূর্ববর্তী নির্বাচনগুলোতে এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে দুইবার লড়েছেন আবু সুফিয়ান। দলের শীর্ষ পর্যায়ে দায়িত্ব পালনের পাশাপাশি মাঠপর্যায়ে সক্রিয় এই নেতা এবারও মনোনয়নের দৌড়ে এগিয়ে রয়েছেন।

বিএনপি নেতাকর্মীরা বলছেন, দীর্ঘদিন রাজনীতিতে সক্রিয় থেকে নির্যাতন ও জেল-জুলুম সয়ে আবু সুফিয়ান প্রমাণ করেছেন, তিনি দলের জন্য নিবেদিত। একজন পরিচ্ছন্ন ও অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে তিনি তৃণমূল নেতাকর্মীদের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।

বোয়ালখালীর স্থানীয় নেতারা জানান, “আবু সুফিয়ান সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। এই আসনে বিএনপির বিজয়ের জন্য তাঁর বিকল্প নেই।”

দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং মহানগর বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা আবু সুফিয়ান দলীয় নেতাকর্মীদের পাশে থেকে দলকে সংগঠিত করেছেন। তার রাজনৈতিক অভিজ্ঞতা ও মাঠ পর্যায়ে শক্ত অবস্থানই তাকে চট্টগ্রাম-৮ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে এগিয়ে রেখেছে।

তৃণমূল নেতাকর্মীদের আশা, স্বচ্ছ ভাবমূর্তি ও দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার ভিত্তিতে এবার দলের মনোনয়ন পাবেন আবু সুফিয়ান।

 

কালের সমাজ// এ.জে

Side banner