গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান আগ্রাসন, গণহত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর। একইসঙ্গে বিশ্ব সম্প্রদায়কে এই আগ্রাসন বন্ধে আরও সক্রিয় হতে আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রবিবার (৬ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাজায় নিরীহ মানুষের ওপর চলমান হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জনের কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে সোমবার (৭ এপ্রিল) সব ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে।
প্রতিবাদ জানাতে ওই দিন সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক চত্বরে এক ঘণ্টার প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিত থাকতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে অনেক শিক্ষক ও শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে সংহতি জানিয়েছেন।
কালের সমাজ// এ.জে
আপনার মতামত লিখুন :