ঢাকা সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১
বাঙ্গালহালিয়া

কুতুরিয়া পাড়া  শিব মন্দির  পরিদর্শন করেছেন জেলা পরিষদের সদস্য

মোঃসুমন খান ,রাজস্থলী, রাঙামাটি এপ্রিল ৬, ২০২৫, ০৬:৩১ পিএম কুতুরিয়া পাড়া  শিব মন্দির  পরিদর্শন করেছেন জেলা পরিষদের সদস্য

রাঙ্গামাটি  রাজস্থলী উপজেলার ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের কুতুরিয়া পাড়া সার্বজনীন শ্রী শ্রী শিব মন্দিরের আয়োজনে ৫ দিন ব্যাপী শ্রীশ্রী বাসন্তী মায়ের পূজার নবমী পুজা উপলক্ষে পূজা মান্ডপ মন্দির পরিদর্শন করেছেন রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য।

রবিবার (৬ এপ্রিল) দুপুরে বাঙ্গালহালিয়া কুতুরিয়া পাড়া সার্বজনীন শ্রী শ্রী শিব মন্দিরের বাসন্তী মায়ের পূজার নবমীর দিন শিবু ধরের সঞ্চালনায়,সার্বজনীন শ্রী শ্রী শিব মন্দির ও সমাজ পরিচালনা কমিটির সভাপতি শ্রী শ্যামল বিশ্বাসের সভাপতিত্বে,অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য দয়াল কান্তি দাশ,পার্বত্য জেলা পরিষদের সদস্য পুতুল চন্দ দেওয়ান,রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মইও মারমা,সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া,বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি কার্যকরী সদস্য পুলক শীল,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি সদস্য ও সহ- সাধারণ সম্পাদক বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি এবং রাজস্থলী উপজেলা বিএনপির সদস্য জিকু কুমার দে,ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক  আইয়ুব চৌধুরী,উপদেষ্টা প্রকাশ সেন,শিব মন্দিরের উপদেষ্টা,বাসন্তী পূজা উদযাপন কমিটির সভাপতি পুলক চৌধুরী,সাধারণ সম্পাদক প্রকাশন সেন,সহ-সাধারণ সম্পাদক লিটন দাশ,অর্থ সম্পাদক সুমন ঘোষ,সহ অর্থ সম্পাদক অন্তর দাশ,সাংগঠনিক সম্পাদক লিটন দাশ,ইমু দাশ,অন্যান্যদের মধ্যে সাজু দাশ,টিপু মিএ,উজ্জল দে,উজ্জল দেব,আশিক দাশ,জিকু দাশ,বিজয় দাশ(বিশু),হৃদয় সরকার,রাতুল মল্লিক। সাংবাদিক মিন্টু কান্তি নাথ,সাংবাদিক উচ্ছপ্রু মারমা সহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ ও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

শিব মন্দিরের পুরোহিত শ্রী কাজল চক্রবর্তী জানান,চৈত্র মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে বোধনের মধ্য দিয়ে বাসন্তী পূজা শুরু হয়। বসন্তকালে হয় বলে এর নাম বাসন্তী পূজা। 

পরে পার্বত্য জেলা পরিষদের সদস্য পুতুল চন্দ দেওয়ান জানান শিব মন্দিরের দক্ষিণে ছড়ার পাশে একটি গাইড ওয়াল এর কথা আমাকে দরখাস্তের মাধ্যমে জানিয়েছেন। আশা রাখছি আগামী বাজেট‍‍`এ গাইড ওয়াল টা আমি নির্মাণ করে দিবো। অনুষ্ঠান শেষে মন্দির কমিটির কাছে ১০হাজার নগত টাকা প্রদান করেন।

সভাপতি শ্রী শ্যামল বিশ্বাস জানান উপজেলা আইন শৃঙ্খলা বাহিনী সহ মন্দির পরিচালনা কমিটি,উপদেষ্টা পরিষদ এবং বিভিন্ন সমাজের সনাতনী স্বেচ্ছাসেবক সকল সদস্যদের সার্বিক সহযোগিতায় বাসন্তী মায়ের পূজা চলছে।

অনুষ্ঠানে আসা দৈনিক শত শত ভক্তদের মাঝে আমরা অন্নপ্রসাদ বিতরণ করছি।তিনি আরো জানান দশমীর মধ্যে দিয়ে পূজা সম্পন্ন হবে।আগামীকাল সোমবার বিকেলে চন্দ্রঘোনা কর্ণফুলী নদীতে প্রতিমা বিসর্জন দেওয়া হবে।

অনুষ্ঠানে আসা শত শত ভক্তবৃন্দরা আনন্দবাজারে অন্নপ্রসাদ গ্রহণ করেন।


কালের সমাজ// এ.জে

Side banner