ঢাকা সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১
তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন

মুকসুদপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত

কাইয়ূম শরীফ, মুকসুদপুর এপ্রিল ৬, ২০২৫, ০৬:০৩ পিএম মুকসুদপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস  পালিত

"তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে পালিত হলো জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৫।

আজ রবিবার (৬ এপ্রিল) দিবসটি উপলক্ষে মুকসুদপুর উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সকাল ১১টায় এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার সায়েদ উদ্দিন আহমেদ, বিশিষ্ট ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক সাইফুল ইসলাম পান্নু, এবং উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত ক্রীড়াবিদ ও খেলোয়াড়বৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে তাসনিম আক্তার তরুণদের উদ্দেশ্যে বলেন—

"তোমরাই আমাদের জাতির ভবিষ্যৎ। আগামীর বাংলাদেশ গড়ার নেতৃত্ব তোমাদের হাতেই। খেলাধুলা শুধু শরীরচর্চা নয়, এটি আত্মনিয়ন্ত্রণ, নেতৃত্ব ও দেশপ্রেম গঠনের অন্যতম মাধ্যম। খেলাধুলার মানোন্নয়নে আমরা সবসময় সহযোগিতা করে যাবো।"

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, নিয়মিত খেলাধুলা কিশোর-তরুণদের মানসিক ও শারীরিক সুস্থতার পাশাপাশি সামাজিক অবক্ষয় থেকেও দূরে রাখে। তাই সবাইকে খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে।

উল্লেখযোগ্য দিক:
প্রতিপাদ্য: তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন

আয়োজক: মুকসুদপুর উপজেলা ক্রীড়া সংস্থা

উপস্থিতি: উপজেলা প্রশাসন, ক্রীড়া সংগঠক, যুব উন্নয়ন অফিস, স্থানীয় খেলোয়াড়বৃন্দ

উদ্দেশ্য: তরুণদের খেলাধুলায় উদ্বুদ্ধ করা ও ক্রীড়ার সার্বিক মানোন্নয়ন

 

কালের সমাজ// এ.জে

Side banner