গত এক যুগেরও বেশি সময় ধরে কোন সংস্কার না হওয়ায় ভয়াবহ আকার নিয়েছে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার যধুনাথপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে বরমপুর টু ধরাটি আঙ্গারিয়া উঠার ব্রিজ।যে কোন সময় ঘটতে পারে বড় কোন দুর্ঘটনা। বারবার দৃষ্টি আকর্ষণ করা হলেও সে দিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর নেই বলে অভিযোগ স্থানীয়দের।
ওই গ্রামের অধিকাংশ মানুষের একমাত্র আসা-যাওয়ার পথ এই ব্রিজটি। প্রতিদিন ভাঙ্গা লক্কর-ঝক্কর এই ব্রিজের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার করে অসংখ্য পথচারি। জানা যায়, এ ব্রিজ দিয়ে পারাপারের সময় পড়ে গিয়ে অনেক মানুষ আহত হওয়ার ঘটনাও ঘটেছে একাধিকবার। বর্তমানে ব্রিজটি মরণফাঁদে পরিনত হয়েছে। ব্রিজটি দ্রুত সংস্কার না করা হলে ঘটতে পারে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা। ভুক্তভোগীরা দ্রুত ব্রিজটি সংস্কারের দাবি জানিয়েছেন। সরজমিনে দেখা যায়, অত্যন্ত নড়বড়ে অবস্থা ব্রিজটির।হাতা গুলোর বেশির ভাগই ভেঙে গেছে। লোহার অ্যাঙ্গেলগুলো মরিচায় ধরে নষ্ট হয়ে গেছে। মানুষ চলাচলের জন্য ব্রিজটি অনুপযোগী হয়ে গেছে। ভাঙ্গন দেখা দিয়েছে ব্রিজটিতে, এলাকাবাসী ব্রিজটির ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন। বিশেষ করে বৃদ্ধ ও শিশুদের এই ব্রিজ দিয়ে পারাপারে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এ ব্রিজ দিয়ে অটোবাইক, মোটরসাইকেল, রিকশা-ভ্যান ও অন্যান্য যানবাহন চলাচলে সম্পূর্ণরূপে অনুপযোগী হয়ে পরেছে। স্থানীয়রা জানান, আতংকের সাথে ভাঙ্গাচুরা এই ব্রিজ দিয়ে প্রতিদিন শত শত মানুষ পারাপার করে। এলাকার কৃষকদের উৎপাদিত বিভিন্ন কৃষিপণ্যসহ অন্যান্য সামগ্রী নিয়ে পারাপার করতে খুবই সমস্যা পোহাতে হয়। জনস্বার্থে ব্রিজটি অতি জরুরি সংস্কারের প্রয়োজন। স্থানীয় বাসিন্দা হেলাল, শাহজাহান ও সাধু চিরান বলেন, প্রায় এক যুগের অধিক সময় ধরে এই ব্রিজটি ঝুকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে। যেকোনো সময় ঘটতে পারে বড় কোন দুর্ঘটনা। এই ব্রিজের ওপর দিয়ে শঙ্কা নিয়ে পারাপার করতে হয় পথচারীদের। বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে দেওয়ার পরও অদ্যাবধি কোনো সংস্কার হয়নি। সংস্কারের অভাবে ব্রিজটি এখন মরণফাঁদে পরিনত হয়েছে। ব্রিজটি অতিদ্রুত সময়ের মধ্যে সংস্কার অথবা পুনর্নির্মাণের দাবি জানাই।
যদুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্বে থাকা ধনবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সায়েম ইমরান বলেন, ব্রিজটি আমার দৃষ্টিগোচরে আছে। ওই ব্রিজ দিয়ে পারাপারে মানুষের খুবই সমস্যা হচ্ছে। ওখানে ব্রিজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলবো। আশা করি অতি শীঘ্রই ব্রিজটি নির্মাণ করা হবে।
এ বিষয়ে ধনবাড়ী উপজেলা প্রকৌশলী শফিকুল ইসলাম মন্ডল বলেন, সরেজমিন পরিদর্শন করে ব্রিজ সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
কালের সমাজ// এ.জে
আপনার মতামত লিখুন :