ঢাকা সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

মোংলা বাশতলা এলাকার সন্ত্রাস ওয়ারেন্ট ভুক্ত আসামীকে গ্রেফতার

খান আশিকুজ্জামান ,মোংলা বাগেরহাট প্রতিনিধি এপ্রিল ৬, ২০২৫, ০৫:৫৯ পিএম মোংলা বাশতলা এলাকার সন্ত্রাস ওয়ারেন্ট ভুক্ত আসামীকে গ্রেফতার

উপজেলার সুন্দরবন ইউনিয়নের বুড়বুড়িয়া এলাকায় সংখ্যালঘু অসহায় পরিবারকে মেরে রক্তাক্ত জখম ও জায়গা দখল একাধিক মামলার আসামি হিন্দু সম্প্রদায়ের অনেকের ঘের লুণ্ঠনকারী ওয়ারেন্ট ভুক্ত পলাতক মোঃ মিজান শেখ (৪০) কে গ্রেফতার করেছে মোংলা থানা পুলিশ।

শনিবার (৬ই মার্চ ) রাতে  গোপন সংবাদের ভিত্তিতে মোংলা থানার (ওসি) তদন্ত  মোঃ মানিক মহদয়ের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার সুন্দরবন ইউনিয়নের বুড়বুড়িয়া ভিআইপি মোড় বাঁশতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করেন পুলিশ। 

গ্রেফতারকৃত আসামী মোঃ মিজান শেখ পিতা মোঃ আব্দুল শেখ সুন্দরবন ইউনিয়ন (২নং) ওয়ার্ডের বাশতলা এলাকার বাসিন্দা। 

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আনিসুল মহোদয় জানান, আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। স্থানীয় জনসাধারন ভাষ্যমতে সে দুর্ধর্ষ অপরাধের সাথে জড়িত। এবং মোঃ মিজান শেখের ছোট ভাই মোঃ জিয়ার শেখ এলাকার দুর্বৃত্ত সন্ত্রাসী একই মামলার ১নং আসামী পলাতক রয়েছেন,আসামীকে ধরার জন্য আইনানুগ সকল ব্যবস্থা নেওয়া হচ্চে।


কালের সমাজ// এ.জে

Side banner