ঢাকা সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

রূপগঞ্জে দেশীয় পিস্তল ও ম্যাগাজিনসহ কিশোর গ্রেফতার

এন বি আকাশ রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি এপ্রিল ৬, ২০২৫, ০১:৪৬ পিএম রূপগঞ্জে দেশীয় পিস্তল ও ম্যাগাজিনসহ কিশোর গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেশীয় তৈরি একটি পিস্তল ও একটি ম্যাগাজিনসহ মো. বায়েজিদ (১৪) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। শনিবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার তারাবো পৌরসভার কর্ণগোপ-গন্ধর্বপুর সড়কে গাজী পাইপ কারখানার সামনে থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত বায়েজিদ কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার মানিকপুর এলাকার মো. দেলোয়ার হোসেনের ছেলে। বর্তমানে সে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকার শফিকুল ইসলামের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী জানান, প্রতিদিনের মতো ওই এলাকায় পুলিশের টহল চলাকালীন বায়েজিদ টহল গাড়ি দেখে দৌড় দেয়। পুলিশ তাকে ধাওয়া করে আটক করে। পরে দেহ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি দেশীয় পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার (৬ এপ্রিল) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

 

কালের সমাজ// এ.জে

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর