সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানাধীন ১নং রামকৃষ্ণপুর ইউনিয়নের চকনিহাল গ্রামে ১১৮ বছরের এক অসহায় ও দুঃস্থ বৃদ্ধা মহিলা ডালিয়ার জন্য একটি ঘর নির্মাণ করে দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রায় এক লক্ষ বিশ হাজার টাকা ব্যয়ে নির্মিত এই ঘরটি গত শুক্রবার (৪ মার্চ) আনুষ্ঠানিকভাবে তাঁর কাছে হস্তান্তর করা হয়।
ঘর হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জামায়াতের পক্ষ থেকে ঐ বৃদ্ধা মহিলাকে প্রতি মাসে নগদ ৫,০০০ টাকা করে সহায়তা দেওয়ার ঘোষণাও দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা শাখার আমীর অধ্যাপক আলহাজ্ব মাওলানা শাহিনূর আলম, সলঙ্গা থানা শাখার আমীর রাশিদুল ইসলাম শহীদ, রামকৃষ্ণপুর ইউনিয়ন শাখার সভাপতি শফিকুল ইসলাম এবং ২নং ওয়ার্ডের সভাপতি ছোনোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময়ই মহান আল্লাহর ভয় নিয়ে কাজ করে। পবিত্র কোরআনে বলা হয়েছে—মানুষ মানুষের জন্য। আমরা চাই সমাজের অসহায়, দুঃস্থ, নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়াতে। এই উদ্যোগ সেই প্রচেষ্টারই অংশ।”
তিনি আরও বলেন, “ইসলামী রাষ্ট্র বিনির্মাণ, বেকারত্ব দূরীকরণ এবং বৈষম্যহীন সমাজ গঠনে সকলের সহযোগিতা প্রয়োজন। তাই দেশের জনগণকে জামায়াতে ইসলামীর ছায়াতলে এসে এই কাজগুলোকে এগিয়ে নিতে আহ্বান জানাচ্ছি।”
অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এই ধরনের সমাজসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান।
কালের সমাজ// এ.জে
আপনার মতামত লিখুন :