ঢাকা রবিবার, ০৬ এপ্রিল, ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

রাঙ্গাবালীতে বিএনপির ঈদ আনন্দ মিছিল

‎আশরাফুল ইসলাম,রাঙ্গাবালী,পটুয়াখালী এপ্রিল ৫, ২০২৫, ০৬:৩৩ পিএম রাঙ্গাবালীতে বিএনপির ঈদ আনন্দ মিছিল

‎পটুয়াখালীর রাঙ্গাবালীতে উপজেলা বিএনপির উদ্যোগে আজ শনিবার বিকেল ০৪:৩০ মিনিটে অনুষ্ঠিত হয় ঈদ আনন্দ  মিছিল।এবারের ঈদুল ফিতরে রাঙ্গাবালী উপজেলা বিএনপির উদ্যোগে বড় পরিসরে ঈদের জামাতের পাশাপাশি জাঁকজমকপূর্ণ ঈদ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিলের সামনের সারিতে ছিলেন রাঙ্গাবালী উপজেলা বিএনপির  আহব্বায়ক মোঃ রহমান ফরাজী ও রাঙ্গাবালী উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হারুন রশীদ হাওলাদার। সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। মিছিলের শেষে সদর ইউনিয়ন চৌরাস্তা মোরে ছোট পরিসরে একটি আলোচনা সভা অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।

‎সেখানে প্রধান অথিতির বক্তব্যে জানান দির্ঘ সতোরটি বছর আমরা কোন মিছিল মিটিং করতে পরিনি।

‎কিন্তু ৫ই আগস্টের পর স্বৈরাচারীর হাত থেকে দেশ স্বাধীন হওয়ার পর আজ আমারা মিছিল মিটিং করতে পেরে আমরা আনন্দিত।তিনি জানান বিএনপি মানুষের পাশে ছিল আছে এবং থাকবে।

‎তিনি আরো জানান একদল এখন নতুন ভাবে বিএনপিতে যোগদানের পাইতারা চালাচ্ছে তাদের টার্গেট বিএনপি নয় তাদের টার্গেট এই দলটিকেও বিক্রি করে লুটেপুটে খাওয়া। তাই নতুন কোন দোশরের জায়গা বিএনপিতে হবেনা বলেও তিনি মন্তব্য করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি খমতায় আসলে রাঙ্গাবালী উপজেলা আরো দ্বিগুণ উন্নয়ন হবে।  

কালের সমাজ// এ.জে

Side banner