ঢাকা রবিবার, ০৬ এপ্রিল, ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

শরীয়তপুর জাজিরা আধিপত্য বিস্তারে বোমায় আহত ১৫

মোঃ ওবায়েদুর রহমান সাইদ ,শরীয়তপুর প্রতিনিধি এপ্রিল ৫, ২০২৫, ০৬:০০ পিএম শরীয়তপুর জাজিরা আধিপত্য বিস্তারে বোমায় আহত ১৫

শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের কাজিয়ারচর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সালাউদ্দিন মাস্টার ও জলিল মাদবর গ্রুপের মধ্যে র ক্ত ক্ষ য়ী  সং ঘ র্ষে শতাধিক ক কটেল বি স্ফো রণের ঘটনা ঘটেছে। এঘটনায় ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে একজনের হাতের কব্জি  বি চ্ছি ন্ন হয়ে ও আরেকজন বো মার আঘাতে গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৫ এপ্রিল) সকালে উপজেলার  কাজিয়ারচরে এ সং ঘর্ষ শুরু হয়, যা দীর্ঘক্ষণ ধরে চলে। খবর পেয়ে জাজিরা থানা পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

এঘটনায় আহতরা হলেন, কাজিয়ারচর দাইমদ্দিন খলিফা কান্দির বাসিন্দা কালাম খানের ছেলে মারুফ(২৫), জামাল মাদবর কান্দি এলাকার বাসিন্দা হযরত আলীর মেয়ে জোৎস্না(২৫), মুন্সি কান্দি এলাকার বাসিন্দা আলী হোসেনের স্ত্রী ফাতেমা বেগম(৫৫), মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার বেজগাও এলাকার বাসিন্দা রাজ্জাক মাদবরের স্ত্রী বিনা(৪৫), বিলাসপুরের আহসান উল্লাহ মুন্সীর কান্দির বাসিন্দা সেকান্দার মুন্সীর ছেলে হাসান মুন্সী(৫০), দাইমদ্দিন খলিফা কান্দি গ্রামের বাসিন্দা হারুন খলিফার ছেলে সজিব(২২), বুধাইরহাট মুলাই বেপারীর কান্দি এলাকার বাসিন্দা রহমান খানের ছেলে নাইম(১৯), একই এলাকার বাসিন্দা মজিবর মাদবরের ছেলে সাকিব(১৯), মামুন খার ছেলে কামাল(১৯), পেকান সরদারের ছেলে বিজয়(১৯), জহুরদ্দিন বেপারীর ছেলে রেজাউল বেপারী(১৯), কাজিয়ারচর আলীমউদ্দিন মাদবর কান্দি এলাকার বাসিন্দা সামসুদ্দিন মাদবরের ছেলে শহরআলী(৫০), আহসানউল্লাহ মুন্সী কান্দি এলাকার বাসিন্দা মোহাম্মদ আলী খানের ছেলে রিফাত(১৯), নাওডোবা ইউনিয়নের হাজী জৈনদ্দিন মাদবর কান্দির বাসিন্দা মহিজদ্দিন করালের ছেলে আবু আলেম(৪২), বিলাসপুরের মুলাই বেপারী কান্দির বাসিন্দা দিনইসলাম বোপরীর ছেলে শুভ বেপারী(১৯)।

আহতদের মধ্যে গুরতর অবস্থায় মারুফ ও হাসান মুন্সী নামে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে এবং শহরআলী নামে একজন জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। বাকী আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে চলে যায়।

 

কালের সমাজ// এ.জে

Side banner