ঢাকা শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

ট্রেনের পাওয়ার কারে আগুন, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

গাজীপুর জেলা প্রতিনিধি এপ্রিল ৩, ২০২৫, ০২:১৫ পিএম ট্রেনের পাওয়ার কারে আগুন, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

নেত্রকোণার মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যার ফলে ঢাকার সঙ্গে ময়মনসিংহ বিভাগের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলস্টেশন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন।

মহুয়া কমিউটার ট্রেনে আগুন, বন্ধ ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ

সাতখামাইর রেলস্টেশন কর্তৃপক্ষ জানায়, ট্রেনের পাওয়ার কারে আগুন লেগেছে। আগুন নেভাতে স্টেশনের লোকজন কাজ করছে। ফায়ার সার্ভিসের কর্মীরাও ঘটনাস্থলে আসছে।

ট্রেনের পাওয়ার কারে আগুন, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

এ বিষয়ে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কার কোচে আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। 

তিনি আরও বলেন, এ ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

কলের  সমাজ//এ.জে

Side banner