ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১
সোনারগাঁ

মিডিয়া প্রেস ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সোনারগাঁও নারায়ণগঞ্জ প্রতিনিধি মার্চ ২৯, ২০২৫, ০৭:২৫ পিএম মিডিয়া প্রেস ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সোনারগাঁ মিডিয়া প্রেস ক্লাবের উদ্যোগে দোয়া ও  ইফতার মাহফিল অনুষ্ঠিত।শনিবার ২৯ শে মার্চ উপজেলা সোনারগাঁও পৌরসভার ১ নং ওয়ার্ডের দরপত মহিউস সুন্নাহ জামিরীয়া মাদ্রাসা ও এতিমখানায় সোনারগাঁ মিডিয়া প্রেস ক্লাবের উদ্যোগে এ দোয়া ও  ইফতার মাহফিল এর  আয়োজন করা হয়, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁ মিডিয়া প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি  মোঃ হাবিব মাষ্টার উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির অন্যতম সদস্য মোশারফ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, উপজেলা বিএনপির যুগ্নু সম্পাদক আতাউর রহমান, পৌর বিএনপির নেতা জাহাঙ্গীর হোসেন, জামান, সোনারগাঁ মিডিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সামির সরকার সবুজ,যুগ্ম সম্পাদক মোক্তার হোসেন, দপ্তর সম্পাদক আল আমিন, রবিন আহমেদ, অন্যান্য  সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন,পবিত্র রমজান আমাদের সংযম ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। সাংবাদিকদের দায়িত্ব সমাজের সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করা।  সোনারগাঁ মিডিয়া প্রেস ক্লাব সবসময় সৎ ও দায়িত্বশীল সাংবাদিকতার পক্ষে কাজ করবে। 

এ সময় তিনি আরও বলেন,“সাংবাদিকরা জাতির দর্পণ। ন্যায় ও নিরপেক্ষতার সঙ্গে সত্য তুলে ধরাই তাদের প্রধান দায়িত্ব। সমাজের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

সোনারগাঁ মিডিয়া প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি বলেন,“সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি সমাজের প্রতি দায়বদ্ধতা। আমরা ঐক্যবদ্ধ থাকলে উন্নয়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে পারব।ইফতার ও দোয়া মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে।

 

কালের সমাজ//এ.জে

Side banner