নেছারাবাদে পথচারী ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। স্বরূপকাঠি উপজেলা ও পৌর সেচ্ছাসেবক দলের উদ্যেগে ওই ইফতার বিতরণ করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ইফতার বিতরণ কর্মসূচীর আয়েজন করা হয়েছে।
শনিবার আসর নামাজবাদ নেছারাবাদ উপজেলার হাসপাতাল সামনে থেকে শুরু করে স্বরূপকাঠি পৌর শহরেরর মধ্য ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার বিতরণ পূর্বে সংগঠনের নেতা-কর্মীরা এক সংক্ষিপ্ত আলোচনাসভার আয়োজন করেন।
স্বরূপকাঠি পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মো: আমিনুল ইসলাম মিজান এর সভাপতিত্ব এবং সদস্য সচিব আল-মামুন ভুইয়ার সঞ্চালনায় সভায় প্রধান আলোচক ছিলেন, নেছারাবাদ উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মো: জসিম উদ্দীন তালুকদার, বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলন, যুগ্ন আহবায়ক সাখাওয়াত হোসেন সুজন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক সিহাব শাহরিয়ার, মো: মিরাজুল ইসলাম,শহিদুল ইসলাম শাওন,শেক রাসেল রানা,মো: ছালাউদ্দীন প্রমুখ।
একুশে সংবাদ// এ.জে
আপনার মতামত লিখুন :