ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

লোহাগাড়ায় তক্ষকসহ পাচারকারী গ্রেপ্তার, উদ্ধারকৃত তক্ষক অবমুক্ত

লোহাগাড়া ,চট্টগ্রাম প্রতিনিধি মার্চ ২৯, ২০২৫, ০১:০৯ পিএম লোহাগাড়ায় তক্ষকসহ পাচারকারী গ্রেপ্তার, উদ্ধারকৃত তক্ষক অবমুক্ত

চট্টগ্রামের লোহাগাড়ায় ১১টি তক্ষকসহ মো. বিল্লাল (৩২) নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে লোহাগাড়া থানা পুলিশ।

শুক্রবার (২৮ মার্চ) রাতে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকা থেকে বিল্লালকে ১১টি তক্ষকসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. বিল্লাল (৩২) সাতক্ষীরা জেলার তালা উপজেলার বাবুপলা এলাকার মৃত আবদুল কাদেরের পুত্র।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মো. বিল্লাল যাত্রীবাহী বাসে করে ব্যাগের ভেতর লুকিয়ে কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে তক্ষকগুলো সংগ্রহ করে সাতক্ষীরায় নিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে তাকে আটক করা হয়। পরে তার ব্যাগে তল্লাশি চালিয়ে প্রাপ্তবয়স্ক ১১টি তক্ষক উদ্ধার করা হয়।

পরে উদ্ধারকৃত ১১টি তক্ষক বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। আজ ২৯ মার্চ সকাল ১০ টায় চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতাধীন পদুয়া রেঞ্জের ডলু বন বিটের সংরক্ষিত বনে তক্ষকগুলো অবমুক্ত করেন বন বিভাগের কর্মকর্তারা।

 

কালের সমাজ//এ.জে

Side banner