সুন্দরবনের জীববৈচিত্র্য নিরাপত্তায় বনকর্মীদের ছুটি বাতিল করেছে বনবিভাগ পাশাপাশি সকল বনকর্মীদের স্থান ত্যাগ না করার নির্দেশ দিয়েছেন বন বিভাগ।ঈদকে সামনে রেখে সুন্দরবনের বন্যপ্রাণী ও জীববৈচিত্র রক্ষায় নিরাপত্তা জোরদার করেছে বন বিভাগ।
একই সঙ্গে সুন্দরবনের বনকর্ম কর্তা ও বন পাহারিদের ছুটি বাতিল করেছে পাশাপাশি কর্মস্থল ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে বন বিভাগ।সুন্দরবনের পশ্চিমবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ডি এফ ও এ জেড এম হাসানুর রহমান বলেন দেশের সমগ্র সংরক্ষিত বন অঞ্চলের মধ্যে অর্ধেকের বেশি জায়গা জুড়ে সুন্দরবন অবস্থিত। বিগত দিনের তুলনায় সুন্দরবনে অনেক অংশে কমেছে বিভিন্ন অপরাধ
তারপরেও পবিত্র ঈদকে সামনে রেখে একশ্রেণীর অসাধু লোকজন সুযোগ বুঝে সুন্দরবন ভিতরে প্রবেশ করে বিভিন্ন অপরাধ করার চেষ্টা করে।সেটি প্রতিহত করার জন্য সুন্দরবন বন বিভাগের উদ্যোগে বাড়তি নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক মোঃ শরিফুল ইসলাম বলেন কাঠ পাচারকারী চোরা শিকারীরা অবৈধ পথে বিভিন্ন ধরনের অপরাধ মূলক কাজ করার চেষ্টা করে যেমন মৌসুমী হরিণ শিকারিরাও ঈদের সময় বেপরোয়া হয়ে ওঠে তাদের দমন করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বন বিভাগের পক্ষ থেকে।
কালের সমাজ//এ.জে
আপনার মতামত লিখুন :