টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ঐতিহ্যবাহী এলেঙ্গা প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার এলেঙ্গা রিসোর্টে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এলেঙ্গা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ রমজান আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাফর আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন দক্ষিণ আফ্রিকা প্রবাসী হাবিবুর রহমান সিদ্দিকী লিটন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এলেঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি ওয়ারেছুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি নাসির উদ্দিন, যুগ্ম সম্পাদক শাহরুখ খান ( রাজ্জাক), বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, যুগ্ম সদস্য সচিব কবির হুসাইন, ছাত্র প্রতিনিধি হৃদয় মোল্লা, শাহরিয়া খান আকাশ, শান্ত,শাহিন, সিয়াম ও ফারদিন প্রমুখ।
এসময় এলেঙ্গা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শাহেদ মোল্লা, সাংগঠনিক সম্পাদক মহসিন হোসেন, অর্থ সম্পাদক সোহেল রানা, দপ্তর সম্পাদক সাইদুর রহমান পলাশ, সদস্য রাসেল মিয়া, ফজলুল হক, মতিয়ার রহমান, শফোয়ান শাফি, অপু উপস্থিত ছিলেন।
কালের সমাজ//এ.জে
আপনার মতামত লিখুন :