ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

বাকলিয়ায় ২৬ টন চিনি‌সহ ২টি‌ কভার্ডভ্যান উদ্ধার :আটক ১ ড্রাইভার

সৈয়দ মিয়া ,জেলা প্রতিনিধি চট্টগ্রাম মার্চ ২৮, ২০২৫, ০২:১৩ পিএম বাকলিয়ায় ২৬ টন চিনি‌সহ ২টি‌ কভার্ডভ্যান উদ্ধার :আটক ১ ড্রাইভার

চট্টগ্রাম বাকলিয়া থানার জিডি নং-১২২৩, তাং-২৪ মার্চ মূলে পুলিশ পরিদর্শক (তদন্ত)মোজাম্মেল হকের নেতৃত্বে‌ পুলিশ সদস্যরা  গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়ার  কল্পলোক আবাসিক, ২নং পাকা রাস্তার উপর অসৎ উদ্দেশ্যে আত্মসাৎকৃত মালামাল অন্যত্র নিয়ে যাওয়ার সময় ছোট কভার্ডভ্যানের চালক মোঃ বেলাল (৫৩)’কে আটক করেন।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর কভার্ডভ্যানের চালাক মোঃ জুয়েল (৩৫) কৌশলে ঘটনাস্থল হতে পালিয়ে যায়।
আটককৃত আসামী মোঃ বেলাল এর হেফাজত হতে চোরাই মালামাল তথা চিনি বোঝাই রেজিঃ নং-চট্টমেট্রো-ড, ১১-৩৪৩৬ কভার্ডভ্যানটি উদ্ধার করেন এবং পলাতক আসামী মোঃ জুয়েল (৩৫) এর ফেলে রাখা রেজিঃ নং- ঢাকা মেট্রো-ট, ২৪-৪৬৫৭ কভার্ডভ্যানটি আটককৃত আসামীর দেখানো মতে  সনাক্তপূর্বক উদ্ধার করেন।

উদ্ধারকৃত বড় কভার্ডভ্যান (রেজিঃ নং- ঢাকা মেট্রো-ট, ২৪-৪৬৫৭) তে থাকা ৩৯১ বস্তা চিনি ও ছোট কভার্ডভ্যান (রেজিঃ নং-চট্টমেট্রো-ড- ১১-৩৪৩৬) তে থাকা ১২৯ বস্তা চিনি সহ সর্বমোট ৫২০ বস্তা চিনি, প্রতি বস্তায় ৫০ কেজি করিয়া সর্বমোট (৫০  ৫২০) = ২৬,০০০ কেজি অর্থ্যাৎ ২৬ টন চিনি (যার প্রতি বস্তার গায়ে তীর-১৯৭২ পরিশোধিত চিনি, যাহার প্রস্তুতকারক, মোড়কজাতকারী ও বাজারজাতকারী সিটি সুগার ইন্ড্রাষ্ট্রিজ লিঃ উত্তর রূপসী, রূপগঞ্জ, নারায়নগঞ্জ, বাংলাদেশ লেখা আছে)।

প্রাথমিকভাবে জানা যায় যে, আটককৃত ড্রাইভার ও পলাতক ড্রাইভার পরস্পর যোগসাজোসে গত ২৩/০৩/২৫  ইং তারিখে বিকাল অনুমান ৩টার সময় নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ  রূপসী সিটি সুগার ইন্ড্রাষ্ট্রিজ লিঃ , মিল হতে ৫২০ বস্তা চিনি বোঝাই করে চট্টগ্রাম কালুরঘাট বিসিক শিল্প নগরী পেপসি কোলা ফ্যাক্টরীতে পৌছানোর কথা । কিন্তু উক্ত মালামাল সমূহ অসৎ উদ্দেশ্যে আত্মসাৎ করার লক্ষ্যে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করছিল।

উক্ত মালামালের প্রকৃত মালিকের সাথে যোগাযোগসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে, ধৃত আসামি কে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান বাকলিয়া থানার কর্তব্যরত ডিউটি অফিসার। 
 

কালের সমাজ//এ.জে

Side banner