পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে রাজবাড়ী জেলা বিএনপি ও রাজবাড়ী পৌর বিএনপির আয়োজনে গতকাল ২৭শে মার্চ সন্ধ্যায় শহরের আজাদী ময়দানে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডঃ লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি এ্যাডঃ আসলাম মিয়া বক্তব্য রাখেন।
রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টুর সঞ্চালনায় সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন -অর-রশিদ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজী, পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল আলম আকুল, কালুখালী উপজেলা বিষয় সভাপতি লুৎফর রহমান খান, পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান,বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ, রাজবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূখ্য সংগঠক হাসিবুল ইসলাম শিমুল প্রমূখ বক্তব্য রাখেন।
এসময় সিনিয়র সহ-সভাপতি হাসমত আলী খান, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রব মুন্সি, সাংগঠনিক সম্পাদক আকমল হোসেন, রাজবাড়ী পৌর বিএনপির সাবেক সভাপতি মাহবুব চৌধুরী দুলাল, জিয়া স্মৃতি পাঠাগার রাজবাড়ী জেলা শাখার সভাপতি আব্দুস সালাম, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, সাবেক সভাপতি গোলাম কাশেম, বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক জান্নাতুল ইসলাম, রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব মোঃ শাহিনুর রহমান শাহিন, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামাণিক, সাধারণ সম্পাদক প্যারিস হোসেন সহ জেলা বিএনপি, উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাডঃ আসলাম মিয়া বলেন, দীর্ঘ ১৭ বছর পর আমরা এই জেলা বিএনপির পার্টি অফিসে ইফতার মাহফিলের আয়োজন করেছি। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা একত্রিত হয়ে এভাবে ইফতার করতে পারিনি। প্রিয় বন্ধুরা আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি। নির্বাচন না হওয়া পর্যন্ত আমাদের মাঠে থাকতে হবে। দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা সকলের দারে দারে পৌঁছে দিতে হবে।
সভাপতির বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডঃ লিয়াকত আলী বাবু বলেন, কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আমরা ইউনিয়ন পর্যায়ে ইফতারের আয়োজন করেছিলাম।আজ জেলা বিএনপির আয়োজনে ইফতারের আয়োজন হল। এই ইফতার মাহফিল থেকে আমরা দেশনায়ক তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছি।
কালের সমাজ//এ.জে
আপনার মতামত লিখুন :