ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

ভোলায় ৫ ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড

মো: আজাদ,ভোলা প্রতিনিধ মার্চ ২৭, ২০২৫, ০২:০৪ পিএম ভোলায় ৫ ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড

ভোলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ দুর্ধর্ষ ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোণ ভোলা ।

বুধবার (২৬ মার্চ)  দিবাগত রাতে তজুমদ্দিন উপজেলার চর মোজাম্মেল হক এলাকা থেকে সালাউদ্দিন বাহিনীর  ৫ সক্রিয় ডাকাত সদস্যদকে ৭ টি দেশীয়  আগ্নেয়াস্ত, ৪ রাউন্ড গুলা, এবং ৪ টি রকেট ফ্লেয়ারসহ আটক করা হয়।

ডাকাত সদস্যরা হলো, মো, হারুন দফাদার (৫০),  মোঃ রুবেল (২৬), মো, কবির মাঝি (৪৭), মো, ইউনুস (৩৬) এবং মো, ফেরদৌস ওরপে হেজু (৪০) এরা সকলে চর মোজাম্মেল হক এলাকার বাসিন্দা।

বাংলাদেশ   কোস্ট গার্ড দক্ষিন জোণ ভোলা  মিডিয়া কর্মকর্তা  লে. কমান্ড  রিফাত আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন ।

তিনি বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ  কোস্টগার্ড  ২৪ঘন্টা টহল জারি রেখেছে।

যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকারী এলাকায় এবং নদীর তীরবর্তী অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অভ্যত থাকবে।

তিনি আরো বলেন, এই ঘটনার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য  নাটক ডাকাত সদস্য ও জব্দকৃত অস্ত্র সহ  ভোলা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

কালের সমাজ//এ.জে

Side banner