রাজবাড়ীতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিবর্গের পরিবারের সদস্যবৃন্দের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার(২৭ মার্চ) সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।
জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তারের সভাপতিত্বে স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মাজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ইমরুল হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার সদস্য সচিব মোঃ রাশেদুল ইসলাম, মূখ্য সংগঠক হাসিবুল ইসলাম শিমুল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রতিনিধি মিরাজুল মাজিদ তূর্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, রাজবাড়ীর তিন জন শহীদ পরিবারের প্রত্যেককে জেলা পরিষদের অর্থায়নে ২ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে। এছাড়াও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের অর্থায়নে আহতদের মধ্যে "এ" ক্যাটাগরির পাঁচ জনকে ২ লক্ষ টাকা ও "বি" ক্যাটাগরির তিন জনকে ১ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে রাজবাড়ীর শহীদ পরিবার ও আহতদেরকে বিভিন্ন প্রকল্প থেকে তাদেরকে সহায়তা দেওয়া হচ্ছে। আপানারা কখনোই নিজেদেরকে একা মনে করবেননা, ইনসিকিউরড মনে করবেননা, অসহায় মনে করবেননা।আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সবসময় আপনাদের সাথে আছি।
কালের সমাজ//এ.জে
আপনার মতামত লিখুন :