ঢাকা শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

নাইক্ষ্যংছড়িতে যথাযথ মর্যাদায় পালিত হল স্বাধীনতা দিবস 

আনোয়ার হোছাইন, নাইক্ষ্যংছড়ি,বান্দরবান মার্চ ২৬, ২০২৫, ০৭:০৬ পিএম নাইক্ষ্যংছড়িতে যথাযথ মর্যাদায় পালিত হল স্বাধীনতা দিবস 

বান্দরবান‍‍`র নাইক্ষ্যংছড়িতে সূর্য উদয়ের সাথে সাথে স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের মহান শহীদদের সম্মান জানিয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।

বুধবার (২৬ মার্চ) সকাল ১০ টায় উপজেলার হাজী ছালেহ আহমদ উচ্চ বিদ্যালয় মাঠে পুলিশ আনসার স্কাউট সহ বিভিন্ন সরকারি বেসরকারি স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণের মধ্য দিয়ে এ দিবস পালিত হয়।

এসময়, স্বাধীনতা কোচ কাওয়াজে অংশ নিয়ে সালাম গ্রহণ করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম চৌধুরী ও নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ মাসরুরুল হক।

এছাড়াও, প্রশাসনের পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশন, উপজেলা বিএনপি ও জামায়াতে ইসলামীসহ বিভিন্ন সংগঠন গুলো এ দিবসটিকে যথাযত মর্যাদায় পালন করেছে।


কালের সমাজ// এ.জে

Side banner