ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

কয়রায় মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে বিএনপির আলোচনা সভা

কালের সমাজ | কয়রা প্রতিনি: খুলনা মার্চ ২৬, ২০২৫, ০৫:২৪ পিএম কয়রায় মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে  বিএনপির আলোচনা সভা

কয়রা উপজেলা বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার (২৬ মার্চ) বেলা ১১ টায় কয়রা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আলহাজ্ব মনিরুজ্জামান বেল্টুর সভাপতিত্বে ও বিএনপি নেতা মঞ্জুর মোর্শেদের পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা আলহাজ্ব আবু সাঈদ বিশ্বাস, শহিদুল্যাহ শাহিন, কোহিনূর আলম ,আবুল বাশার ডাবলু, মুনছুর রহমান, যুবদল নেতা এহসানুর রহমান, আকবার হোসেন  ইউনুস আলী, আছাদুল ইসলাম, , দেলোয়ার হোসেন, কৃষক দল নেতা এস এম গোলাম রসুল, স্বেচ্ছাসেবক দল নেতা নুর ইসলাম খোকন  রবিউল ইসলাম, ছাত্র নেতা আরিফ বিল্যাহ সবুজ, মাহমুদ হাসান, ইমরান হোসেন প্রমুখ।

 

অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল পরিচালনা করেন আলহেরা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আয়ুব আলী। 

 

কালের সমাজ/ সাএ

 

 

Side banner