ঢাকা শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২২ চৈত্র ১৪৩১
রাজবাড়ীতে

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

জেলা প্রতিনিধি,রাজবাড়ী মার্চ ২৬, ২০২৫, ০৫:২৪ পিএম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

৫৫ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে রাজবাড়ীতে ৩৮৭ জন বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (২৬ মার্চ) বিকেল ৪ টায় অফিসার্স ক্লাব চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে বীর 

মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে জেলা প্রশাসক বীর মুক্তিযোদ্ধাদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।

জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মাজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ইমরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ তারিফ-উল-হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক, সদর উপজেলা সহকারী কমিশনার( ভূমি) পায়রা চৌধুরী, সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ অচিন্ত কুমার কীর্তনিয়া, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজ আহম্মেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ হেলাল উদ্দিন,সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা 

আবু তালেব, যুদ্ধকালীন কমান্ডার বাকাউল আবুল হাশেমসহ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ ৩৮৭ জন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনষ্ঠান সঞ্চালনা করেন জেলা কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ।

জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার বলেন, আজ মহান স্বাধীনতা দিবস।এই দিন থেকে শুরু করে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা বিজয় অর্জন করেছি।বীর মুক্তিযোদ্ধারা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের জন্যই মূলত আমাদের এই সংবর্ধনার আয়োজন।

 

কালের সমাজ// এ.জে

Side banner