বিএনপি নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা: এস রফিকুল ইসলাম বাচ্চু বলেন, সমাজে যারা সবচেয়ে বেশি কষ্টে আছেন যারা দুর্দশায় আছেন, তাদের পাশে ঈদের আগে দাঁড়াতে পেরেছি এটা আমাদের একটা দায়িত্ব ছিল। সমাজের যে অংশের পাশে সবচেয়ে বেশি দাঁড়ানো প্রয়োজন, সবচেয়ে বেশি যতেœর প্রয়োজন সে অংশটা সবচেয়ে বেশি অবহেলিত। তাদের পাশে আমাদের শক্তভাবে দাঁড়ানো উচিত।
বুধবার (২৬ মার্চ) দুপুর ৩টায় শ্রীপুর উপজেলা পরিষদ সভাকক্ষে শ্রীপুর পৌর বিএনপি`র উদ্যোগে দুই’শ প্রতিবন্ধিদের মাছে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা যারা রাজনীতি করি, আমরা যারা বড় বড় কথা বলি, তারা এবং আমরা সেই দায়িত্বটা পালন করি না। প্রতিবন্ধীরা যারা আছে তাদেরকে আমরা সমাজের বোঝা মনে করি, অবহেলা করি। এটা আমাদের ভুল। সঠিকভাবে যদি আমরা তাদের যতœ করতে পারতাম, পরিচর্যা করতে পারতাম তাহলে তাদের অবস্থা এতো খারাপ হতো না।
তিনি বলেন, গত ১৬ বছর একটি ফ্যাসিবাদী সরকার, স্বৈরাচারী শেখ হাসিনার সরকার দেশের সম্পদ লুট করে দেশের সম্পদ বিদেশে পাচার করে দেশকেই পঙ্গু করে ফেলেছে। দেশ আজকে নিঃশেষ হওয়ার কথা ছিল। গত ১৬ বছরের আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি তারই ধারাবাহিকতায় ৫ আগস্টের এই পরিবর্তন না আসতো তাহলে আজকে দেশ কোথায় থাকতো তাই চিন্তার বিষয়।
শ্রীপুর পৌর বিএনপি`র সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারী সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক শাজাহান সজলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা পীরজাদা এস এম রুহুল আমীন, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোতালেব, সিরাজ উদ্দিন কাঁইয়া, গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হুমায়ুন কবির সরকার, গাজীপুর জেলা বিএনপির আহবায়ক সদস্য আবুল মুনসুর মন্ডল,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোসলেম উদ্দিন মৃধা, পৌর বিএনপি নেতা আফাজ উদ্দীন মোল্লা, আবুল হোসেন প্রধান, সাইফুল হক মোল্লা, বরমী ইউনিয়ন বিএনপি নেতা আক্তারুজ্জামান শামীম প্রমুখ।
কালের সমাজ// এ.জে
আপনার মতামত লিখুন :