ঢাকা শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

ঈদগড়‍‍`র অপহৃত ইমাম ছাড়া পেল ২ লাখ টাকা মুক্তিপণে

নাইক্ষ্যংছড়ি,বান্দরবান প্রতিনিধি মার্চ ২৬, ২০২৫, ০২:৫৫ পিএম ঈদগড়‍‍`র অপহৃত ইমাম ছাড়া পেল ২ লাখ টাকা মুক্তিপণে

আলোচিত ঈদগড়-ঈদগাঁও সড়কের  হিমছড়ি ঢালা থেকে মঙ্গলবার (২৫ মার্চ) আজিজুর রহমান আজিজী নামের অপহৃত মসজিদের ইমামকে ২ লাখ টাকা মুক্তিপণে ছেড়ে দিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা।

মঙ্গলবার (২৫ মার্চ) রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে অপহৃত মসজিদের ইমামকে সন্ত্রাসীরা ছেড়ে দেয়। 

স্থানীয়রা জানায়, ঈদগড় থেকে তিনি সিএনজি যোগে জানাজার নামাজে শরীক হতে ঈদগাঁও যাচ্ছিলেন মিজানুর রহমান আজীজী। প্রতিমধ্যে ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি নামক ঢালায় সড়কে ব্যারিকেড় দিয়ে সিএনজিতে থাকা যাত্রীদের মারধর ও লুটপাট করে মিজানকে পাহাড়ে তুলে নিয়ে যায় সশস্ত্র সন্ত্রাসীরা। পরে সন্ত্রাসীরা মুঠো ফোনে অপহৃতে‍‍`র পরিবারের কাছ থেকে ৫ লাখ টাকা মুক্তিপনা দাবি করে। এবং দর কষাকষির পর এক পর্যায়ে দুই লাখ টাকা মুক্তিপণে অপহৃত মিজানুর রহমান আজীজী‍‍`কে ছেড়ে দিতে রাজি হয় সন্ত্রাসীরা।

এ বিষয়ে ঈদগাও থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অপহৃত ব্যাক্তি ছাড়া পেয়েছেন জানে তবে মুক্তিপণের বিষয়টি জানেনা।

উল্লেখ্য, ঈদগাও-ঈদগড় সড়কে থেমে নেই সশস্ত্র সন্ত্রাসীদের  ডাকাতি ও অপহরণ বানিজ্য। দুর্ধর্ষ ডাকাতি ও অপহরণের ঘটনা ঘটেছে প্রতিনিয়ত। সর্বশেষ তথ্য মতে, সড়কের হিমছড়ি নামক ঢালা থেকে জাগের হোসাইন নামের এক গরু ব্যবসায়িকে অপহরণের চব্বিশ ঘন্টা পর মুক্তিপণ আদায় করে ছেড়ে দেয় দুর্বৃত্তরা।

 

কালের সমাজ// এ.জে

Side banner