ঢাকা শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

চুয়েটে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপিত

চুয়েট প্রতিনিধি মার্চ ২৬, ২০২৫, ০২:১৩ পিএম চুয়েটে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপিত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ নানা অনুষ্ঠানমালায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। আজ ভোরে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করেন  মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। এ সময় জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। 

এরপর ভাইস চ্যান্সেলর  নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে একাত্তরের বীর যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরবর্তীতে মহান স্বাধীনতা যুদ্ধে চুয়েট ক্যাম্পাসে শহীদদের কবরেও পুষ্পস্তবক অর্পন করা হয় এবং কবর জেয়ারত ও দোয়া করা হয়। 

এ সময় আরো উপস্থিত ছিলেন চুয়েট এর পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. এ. এইচ. রাশেদুল হোসেন, পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আয়শা আখতার, ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো: মাহবুবুল আলম, নিরাপত্তা উপদেষ্টা অধ্যাপক ড. আশুতোষ সাহা, আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো: সানাউল রাব্বী, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জি. এম. সাদিকুল ইসলাম, কর্মকর্তা সমিতির সভাপতি প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডেপুটি ডিরেক্টর (জনসংযোগ) জনাব মোহাম্মদ ফজলুর রহমান।


দিবসটি উপলক্ষে ছাত্রকলাণ অধিদপ্তরের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য এবং স্টাফ ওয়েলফেয়ার কমিটির আয়োজনে শিশু-কিশোরদের জন্য রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। পাশাপাশি ক্যাম্পাসে বর্ণিল আলোকসজ্জা করা হয়। 

 

কালের সমাজ// এ.জে

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর