মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা পুলিশের পক্ষ থেকে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।বুধবার (২৬শমার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাজবাড়ী পুলিশ লাইন্সে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়।
পরবর্তী সময়ে জেলা পুলিশের পক্ষ থেকে সকাল ৭ টায় মুক্তিযোদ্ধা স্মৃতিফলক শ্রীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল,রেলগেট শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক, লোকোশেড বধ্যভূমি, বীর মুক্তিযোদ্ধা রফিক সফিক ও সাদিকের কবরস্থান, বীর মুক্তিযোদ্ধা শহিদ আ: আজিজ খুশি এর কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করা হয়।পুষ্পস্তবক অর্পণ শেষে মহান মুক্তিযুদ্ধে শহিদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
এসময় পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন,সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) দেবব্রত সরকার, সহকারী পুলিশ সুপার(শিক্ষানবিশ) মোঃ মিজানুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মাহমুদুর রহমান, গোয়েন্দা শাখার(ওসি) মফিজুল ইসলাম, জেলা পুলিশের ইন্সপেক্টর মোঃ জিন্নাহ, ট্রাফিক পুলিশ পরিদর্শক(টিআই) তারক চক্র পাল, আতাউর রহমানসহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মহান এই দিবসটি উপলক্ষ্যে রাজবাড়ী শহীদ খুশি রেলওয়ে ময়দানে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ পরিদর্শন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার ও পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন।
কুচকাওয়াজে রাজবাড়ী জেলা পুলিশ দল, কারারক্ষী দল, আনসার দল, বাংলাদেশ স্কাউটস এবং জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। জেলা প্রশাসক এবং পুলিশ সুপার, রাজবাড়ী কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরিদর্শন ও সালাম গ্রহণ শেষে সকল অংশগ্রহণকারী দলকে শুভেচ্ছা স্মারক এবং কুচকাওয়াজে অংশগ্রহণকারী বিজয়ী প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
কালের সমাজ// এ.জে
আপনার মতামত লিখুন :