ঢাকা শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

লামায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন

মো. ইসমাইলুল করিম, বান্দরবান মার্চ ২৬, ২০২৫, ০১:২৪ পিএম লামায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন

পার্বত্য জেলার বান্দরবানের লামায় উপজেলা প্রশাসন যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ পালন করেছে।

আজ (২৬মার্চ) ভোরে ৩১ বার তোপধ্বনি ও স্মৃতিশোধে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে বুধবার দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।সকাল ৮ টা ৩০ মিনিটে লামা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন ও সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব, লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.তোফাজ্জল হোসেন জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কুচকাওয়াজ অনুষ্ঠানের সূচনা করেন। এর আগে ভোর সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসন, পুলিশ, আনসার ব্যাটেলিয়ন, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন সামাজিক সংগঠন স্মৃতিশোধে পুস্পস্তবক অর্পণ করে। পরে পুলিশ, আনসার-ভিডিপি, স্কাউটস, গার্লস গাইড ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

 কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন অতিথিরা। সকাল ১০ টা লামা উপজেলা পরিষদ হল রুমে উপজেলার ৩৩ জন মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


কালের সমাজ// এ.জে

Side banner