গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদ বেদিতে উপজেলা প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন র করে।
আজ (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় মুকসুদপুর উপজেলা চত্বরে ভোর ৫.৩০ মিনিটে, ৩১ বার তোপধ্বণির মধ্য দিয়ে বিজয় দিবসে কার্যত্রুম শুরু হয়, পরে উপজেলা পরিষদ শহীদ মিনারে সকাল ৬টায় উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তারের নেতৃত্বে উপজেলা প্রশাসনের পক্ষে স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার ও বীর মুক্তিযোদ্ধা মো: ফায়েক আলী মোল্লা, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল নেতৃত্বে থানা পুলিশ, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান ও সাধারন সম্পাদক তারিকুল ইসলাম রাজু"র নেতৃত্বে উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ, মুকসুদপুর পৌর সভা ও উপজেলা শিল্পকলা একাডেমীর পক্ষে উপজেলা নির্বাহী অফিসার, সরকারী মুকসুদপুর কলেজের পক্ষে শিক্ষকমণ্ডলী, গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মুকসুদপুর জোনাল অফিসের পক্ষে ডিজিএম মোহাম্মদ তুষার আহম্মেদএবং সরকারী সাবের মিয়া জসিমুদ্দিন (এস,জে) মডেল উচ্চ বিদ্যালয়ের পক্ষে শিক্ষকমন্ডলি ও শিক্ষার্থীবৃন্দসহ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।
পুষ্পস্তবক অর্পণ শেষে মহান স্বাধীনতা যুদ্ধে ও জুলাই বিপ্লবে আত্মদানকারী সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
কালের সমাজ//এ.জে
আপনার মতামত লিখুন :