ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

মুকসুদপুরে স্বাধীনতা দিবসে বিএনপির শ্রদ্ধা নিবেদন

কাইয়ূম শরীফ ,মুকসুদপুর মার্চ ২৬, ২০২৫, ১১:৫৩ এএম মুকসুদপুরে স্বাধীনতা দিবসে বিএনপির শ্রদ্ধা নিবেদন

গোপালগঞ্জের মুকসুদপুরে যথাযোগ্য মর্যাদায় পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে, মহান স্বাধীনতা ও জাতীয়  দিবস ২০২৫ এর দিনের কর্মসূচির সূচনা করে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন।

 বুধবার (২৬ মার্চ) মুকসুদপুর উপজেলা চত্ত্বরে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মুকসুদপুর উপজেলা ও অঙ্গসংগঠন স্বাধীনতা ও জাতীয় দিবসের আজকের দিনের কর্মসূচি সূচনা করে।

সকাল ৬ টার কিছু পরে উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজুর নেতৃত্বে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে।

এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু,  উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাইয়ূম মুন্সি, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক যুবায়ের মাতুব্বর, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মনিরুজ্জামান মনির সহ অন্যান্য নেতৃবৃন্দ।


কালের সমাজ//এ.জে

Side banner