ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

বেরোবিতে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বেরোবি প্রতিনিধি মার্চ ২৫, ২০২৫, ০৫:৩০ পিএম বেরোবিতে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট কক্ষে এ সভা আয়োজন করা হয়।

এ সময় বক্তারা ১৯৭১ সালের ভয়াল গণহত্যার নৃশংসতা তুলে ধরে ইতিহাসের সত্য উন্মোচন এবং ২০২৪ সালের গণহত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। তিনি বলেন, "১৯৭১ সালের ২৫ মার্চ বাঙালি জাতির ইতিহাসে এক কালো অধ্যায়। এ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকাসহ সারা দেশে পরিকল্পিতভাবে গণহত্যা চালায়। নিরস্ত্র বাঙালির রক্তে বাংলার মাটি রঞ্জিত হয়েছিল। ১৯৭১ সালের সেই হত্যাযজ্ঞ ও ২০২৪ সালের গণহত্যার মধ্যে কোনো পার্থক্য নেই। ভবিষ্যতে এমন নৃশংসতা রোধে ২০২৪ সালের গণহত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে।"

বিশেষ অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মোঃ আনছার আলী মুক্তিযুদ্ধকালীন গণহত্যার বিভীষিকা তুলে ধরেন। এ সময় তিনি জানান, "২৫ মার্চ শুধু একটি তারিখ নয়, এটি আমাদের মুক্তির লড়াইয়ের সূচনা। আমরা আজ স্বাধীন কিন্তু শহীদদের আত্মত্যাগের সঠিক মূল্যায়ন করতে পেরেছি কি?"

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদ্যাপন কমিটির আহ্বায়ক এবং গণিত বিভাগের প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম। তিনি বলেন, "নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে হবে। সত্য জানা ও তা থেকে শিক্ষা নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।"

এছাড়া সভায় বক্তব্য রাখেন রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর-রশিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ তানজিউল ইসলাম, মোঃ আকতারুল ইসলাম এবং মোঃ হাবিবুর রহমান। 

সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা উপস্থিত ছিলেন। 

 

কালের সমাজ// এ.জে

Side banner