ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
উজিরপুরে গণহত্যা দিবস পালিত

জুলাই - আগস্টে নিহত ও আহতদের অনুদান প্রদান

মোঃ মাহফুজুর রহমান মাসুম , উজিরপুর ,বরিশাল মার্চ ২৫, ২০২৫, ০৩:৩২ পিএম জুলাই - আগস্টে নিহত ও আহতদের অনুদান প্রদান

বরিশাল জেলার উজিরপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায়  ২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় জুলাই - আগস্টে নিহত  ও আহতদের পরিবারের মাঝে অনুদান তুলে দেওয়া হয়। 

মঙ্গলবার ( ২৫ মার্চ  ) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সভাপতিত্বে, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদের সঞ্চালনায়, বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ মাইনুল ইসলাম খান, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, বীর মুক্তিযোদ্ধা মোঃ আয়নাল হক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মাজেদ তালুকদার মান্নান মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা মোঃ মতিউর রহমান মোতালেব, আলোচনা সভা শেষে জুলাই-আগস্ট ২০২৫ এর ছাত্র-জনতার অভ্যুত্থানে ২ জন শহিদ ও ১৪ জন আহতদের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। 

উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জুলাই-আগস্টের অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্বজনরা, সাংবাদিকবৃন্দ ।

 

কালের সমাজ//এ.জে

Side banner