ঢাকা শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

চট্টগ্রামের ঈদ বাজার মধ্যরাত পর্যন্ত চলে কেনাকাটা

মোঃ সিরাজুল মনির, চট্টগ্রাম মার্চ ২৫, ২০২৫, ০৩:২৩ পিএম চট্টগ্রামের ঈদ বাজার মধ্যরাত পর্যন্ত চলে কেনাকাটা

রমজানের প্রায় শেষ হতে চলল এর মধ্যে জমে উঠেছে চট্টগ্রামের ঈদের মার্কেট গুলো। সকাল থেকে ইফতারের আগ পর্যন্ত শপিং কমপ্লেক্স গুলোতে  কিছুটা লোকসমাগম কম থাকলেও ইফতার পরবর্তী সময়ে লোকে লোকারণ্য হয়ে যায় মার্কেটগুলো। মধ্যরাত পর্যন্ত চলে ঈদের কেনাকাটা। 

বেসরকারি একটি ব্যাংকের কর্মকর্তা আফসানা মিমির সাথে কথা হল নগরীর বৃহত্তম শপিং মল সালমার ওশান সিটিতে। তিনি দৈনিক কালের সমাজ কে বলেন সকাল ৯ টা থেকে ইফতারের আগ পর্যন্ত অফিসে থাকার কারণে দিনের বেলায় শপিং করার কোন সুযোগ নাই। তাই পরিবারের সদস্যদের নিয়ে রাতের বেলায় ঈদের কেনাকাটা করার জন্য আসতে হয়েছে। বেশ কয়েকদিন ঘুরাঘুরি করেও ঈদের শপিং সম্পন্ন করা যায়নি বলে তিনি জানেন। আর কারণ হিসেবে আফসানা বলেন পরিবারের সদস্যদের ভিন্ন চয়েজের কারণে বেশ কয়েকটি মার্কেটে ঘুরে ঘুরে কেনাকাটা করতে হচ্ছে। 

 আধুনিক শপিং কমপ্লেক্স গুলোর পাশাপাশি চট্টগ্রামের ফুটপাতেও বেশ জমে উঠেছে ঈদের বাজার। বিশেষ করে রিয়াজউদ্দিন বাজার জিইসির মোড় বহদ্দারহাট তামাকুমন্ডি লেইধ আগ্রাবাদ ইপিজেড এলাকা গুলোতে ভাসমান যে দোকান গড়ে উঠেছে এতে দেখা যায় নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্তরাও ঈদের কেনাকাটা করছে বেশ আনন্দের সাথেই। একটু কম দামের আশায় খেটে খাওয়া দিনমজুর অসাধারণ পরিবারের লোকজন তাদের পরিবারের সদস্যদের জন্য ঈদের কেনাকাটা করতে দেখা যায়। রিকশাচালক হাসান জানান বড় বড় শপিং গুলোতে কাপড়-চোপড় এর দাম বেশি থাকায় তারা ফুটপাত থেকে ঈদের বাজার করে থাকেন সব সময়। মোটামুটি দামে পেয়েও অনেক খুশি ক্রেতারা।

 নগরীর বার্লি আর্কেড মতি টাওয়ার মতি কমপ্লেক্স সালমার ওশান সিটি চিটাগাং শপিং কমপ্লেক্স সেন্ট্রাল প্লাজা ফিনলে সিটি আখতারুজ্জামান সেন্টার আমি শপিং কমপ্লেক্স ভিআইপি টাওয়ার শপিং কমপ্লেক্স বিপনি বিতান রেয়াজউদ্দিন বাজার জহুর হকার্স মার্কেট টেরিবাজার সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট সহ বিভিন্ন শপিং কমপ্লেক্স গুলো শিশু থেকে শুরু করে মধ্যবয়সী এবং বৃদ্ধরা মধ্যরাত পর্যন্ত ঈদের কেনাকাটা করতে ব্যস্ত। ব্যবসায়ীরা জানাই অন্যান্য বছরের তুলনায় এ বছর ব্যবসায়িকভাবে ভালো সময় পার করছে তারা। তেমন কোন রাজনৈতিক অস্থিরতা না থাকার কারণে বেশ আনন্দঘনভাবেই ঈদের কেনাকাটা করে যাচ্ছে ক্রেতারা।

 টেরিবাজার অর্কিড প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি শাহ আলম দৈনিক কালের সমাজকে কে বলেন ঈদের কেনাকাটায় অন্যের দাম এখনো পর্যন্ত নাগালের ভেতরে থাকায় ক্রেতারা তাদের প্রয়োজনীয় সামগ্রি ক্রয় করতে পারছে। কিছু জায়গায় চুরি ছিনতাই এর ঘটনা ঘটলেও সার্বিকভাবে নগরের সকল মার্কেটগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা রয়েছে বলেও তিনি জানেন। 

 এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার দৈনিক কালের সমাজকে জানান ঈদের কেনাকাটায় যাতে সাধারণ মানুষের কোন ধরনের অসুবিধা না হয় তার চিন্তা মাথায় রেখে পুলিশের বিশেষ টিম গঠন করা হয়েছে। সিএমপির পক্ষ থেকে সর্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে নগরের সকল মার্কেটগুলোর কার্যক্রম। স্থানীয় থানা গুলোকে সর্বক্ষণিক নিরাপত্তা দিতে নির্দেশনা প্রদান করা হয়েছে বলেও তিনি জানান। ক্রেতা বিক্রেতাদের কোন অভিযোগ পেলে সাথে সাথে ব্যবস্থা নেয়ার কথা ও জানান সিএমপি কমিশনার। তবে ক্রেতা বিক্রেতাদের নিজেদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সিএমপি কমিশনার।


কালের সমাজ//এ.জে

Side banner