ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

রাবিতে বহিরাগত স্নাতকদেরও স্নাতকোত্তর ভর্তির সুযোগ

হ্লাথোয়াইছা চাক ,রাবি প্রতিনিধি মার্চ ২৫, ২০২৫, ০২:২৮ পিএম রাবিতে বহিরাগত স্নাতকদেরও স্নাতকোত্তর ভর্তির সুযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন বিভাগে এখন থেকে বহিরাগত শিক্ষার্থীরাও স্নাতকোত্তর শ্রেণিতে ভর্তি হতে পারবেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাবিতে অধিভুক্ত কলেজ এবং অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/স্নাতক (সম্মান) সম্পন্ন করা শিক্ষার্থীরা আসন শূন্য থাকা সাপেক্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ভর্তির জন্য ন্যূনতম যোগ্যতা হবে স্নাতক (সম্মান) পরীক্ষায় সিজিপিএ ৩.০০। তবে আবেদনকারী শুধুমাত্র তার নিজ বিভাগের সমরূপ বিভাগে ভর্তি হতে পারবেন। এছাড়া, স্নাতক (সম্মান) সম্পন্ন করার পর সর্বোচ্চ তিন শিক্ষাবর্ষের মধ্যে আবেদন করা যাবে। ভর্তি পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের নির্বাচিত করা হবে।

উল্লেখ্য, এতদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র নিজস্ব স্নাতকদের স্নাতকোত্তর শ্রেণিতে ভর্তি করা হতো। নতুন এই সিদ্ধান্তের ফলে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রাবিতে উচ্চশিক্ষার সুযোগ পাবেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করছে, এতে শিক্ষা কার্যক্রম আরও সমৃদ্ধ হবে।

 

কালের সমাজ//এ.জে

Side banner