ঢাকা শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের র‌্যালী

আরিফুর রহমান, মাদারীপুর মার্চ ২৫, ২০২৫, ০১:৫৮ পিএম ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের  র‌্যালী

যুদ্ধবিরতি ভেঙ্গে ফিলিস্তিনির উপরে বর্বর ইসরাইল বাহিনীর গণহত্যার প্রতিবাদে প্রতিবাদ র‌্যালী করেছে মাদারীপুর ক্যাডেট মাদরাসার শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল ১০টায় মাদরাসার সামনে থেকে একটি প্রতিবাদ র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শকুনী লেকপাড়ে গিয়ে শেষ হয়।


র‌্যালীতে শিক্ষার্থীরা নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়ে শিশু, নারীসহ শত শত মানুষ হত্যার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন প্লেকার্ড ও ফেস্টুন প্রদর্শন করায়। র‌্যালী শেষে বক্তব্য রাখেন মাদারীপুর ক্যাডেট মাদরাসার ব্যবস্থাপনা পরিচালক হাফেজ মো. এনায়েত হোসেন, মাদরাসার অধ্যক্ষ মো. মহিউদ্দিন।


এসময় বক্তরা, অবিলম্বে নিরীহ ফিলিস্তিনিদের উপর বর্বর ইসরাইল বাহিনীর হামলা বন্ধ এবং তাদের আন্তর্জাতিক আদালতে মানবাধিকার লঙ্গনের দায়ে বিচার দাবি করা হয় এবং সারা বিশ্বের মুসলমানদের এক হয়ে হামলার প্রতিবাদ জানানোর আহবান জানানো হয়। র‌্যালীতে শিক্ষার্থীরা ছাড়াও মাদরাসার বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
 

কালের সমাজ//এ.জে

Side banner