ঢাকা শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

রায়পুরে ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী

মোঃ শিমুল হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধি মার্চ ২৫, ২০২৫, ০১:৫০ পিএম রায়পুরে ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী

লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহর সংলগ্ন ১০নং রায়পুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের চরলপোয়ান এলাকায় ডাকাতির আতঙ্কে নির্ঘুম রাত কাটিচ্ছে স্থানীয় বাসিন্দারা। বুধবার গভীর রাতে এলাকায় ডাকাত ঢুকেছে—এমন খবর ছড়িয়ে পড়লে মসজিদ থেকে মাইকিং করা হয়। এতে পুরো গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মধ্যরাতে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি এলাকায় ঘোরাফেরা করছিল। তাদের গতিবিধি দেখে সন্দেহ হলে কিছু বাসিন্দা স্থানীয় মসজিদে গিয়ে সতর্কবার্তা প্রচারের জন্য মাইকিং করেন। মসজিদের ঘোষণা শুনে গ্রামবাসীরা লাঠিসোঁটা হাতে বাড়ির বাইরে অবস্থান নেয়। অনেকেই দলবদ্ধ হয়ে পাহারা দিতে শুরু করেন।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, "রাতভর ঘুমাতে পারিনি। স্ত্রী-সন্তানদের নিয়ে আতঙ্কে ছিলাম। কখন কী হয় বলা যায় না।"

আরেকজন বলেন, "এলাকায় পুলিশ টহল বাড়ানো দরকার। আমরা নিজেরাই পালাক্রমে পাহারা দিচ্ছি, কিন্তু প্রশাসনের আরও ভূমিকা দরকার।"

এদিকে, সংবাদ পেয়ে স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে। রায়পুর থানার এক কর্মকর্তা জানান, "আমরা বিষয়টি নজরদারিতে রেখেছি। যদি কোনো অপরাধী চক্র সক্রিয় থাকে, তবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"

তবে শেষ পর্যন্ত ডাকাতির কোনো ঘটনা ঘটেনি। কিন্তু আতঙ্কের কারণে পুরো রাত নির্ঘুম কাটিয়েছে গ্রামবাসী। বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও স্থানীয়দের মধ্যে এখনও উদ্বেগ কাটেনি।

এলাকাবাসীর দাবি, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হোক এবং নিয়মিত পুলিশ টহল দেওয়া হোক, যাতে ভবিষ্যতে এমন আতঙ্ক আর না ছড়ায়।

 

কালের সমাজ//এ.জে

Side banner