ঢাকা শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

ইবির পরিসংখ্যান বিভাগের নাম পরিবর্তন

সুবংকর রায়, ইবি প্রতিনিধি মার্চ ২৫, ২০২৫, ১০:৪৩ এএম ইবির পরিসংখ্যান বিভাগের নাম পরিবর্তন

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‍‍`পরিসংখ্যান‍‍` বিভাগের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে। গত ২৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারনী ফোরাম সিন্ডিকেটের ২৬৭তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বিভাগটির বর্তমান নাম ‍‍`পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান‍‍`(Statistics and data science)।

সোমবার (২৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ১২৯তম একাডেমিক সভার প্রস্তাব ও সিদ্ধান্ত মোতাবেক এবং গত ২৬ ফেব্রুয়ারি সিন্ডিকেটের ২৬৭ তম সভার সিদ্ধান্ত ০২-এর অনুমোদন অনুযায়ী পরিসংখ্যান (Statistics) বিভাগের নাম পরিবর্তন করে "পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান" (Statistics and Data Science) নামে নতুন নামকরণ করা হয়।

উল্লেখ্য, বিএসসি (সম্মান) ১ম বর্ষ ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। 

 

 

কালের সমাজ//এ.জে

Side banner