ঢাকা শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

নোয়াখালীতে হান্নান মাসউদের পথসভায় হামলা

নোয়াখালী প্রতিনিধি মার্চ ২৫, ২০২৫, ১০:৪১ এএম নোয়াখালীতে হান্নান মাসউদের পথসভায় হামলা

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারা ইউনিয়নে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের পথসভাকে কেন্দ্র করে বিএনপির সমর্থকদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

সোমবার (২৪ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি তবে পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে উঠেছে।

এনসিপির নেতা আব্দুল হান্নান মাসউদের সমর্থকরা অভিযোগ করেন, তাদের পথসভা চলাকালে বিএনপির সমর্থকরা সেখানে এসে বাধা সৃষ্টি করে এবং বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে। একপর্যায়ে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ বেধে যায়।

সংঘর্ষের পরপরই আব্দুল হান্নান মাসউদ তার সমর্থকদের নিয়ে অবস্থান কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, "একদল নব্য ফ্যাসিস্ট আমাদের কার্যক্রমে বাধা দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। বিএনপি প্রকাশ্যে ক্ষমা না চাইলে আমাদের অবস্থান কর্মসূচি চলবে।”

অন্যদিকে, বিএনপির পক্ষ থেকে পাল্টা অভিযোগ করা হয়েছে, এনসিপির ব্যানারে আওয়ামী লীগকে হাতিয়ায় পুনর্বাসন করার চেষ্টা চলছে। বিএনপির স্থানীয় নেতারা বলেন, "আব্দুল হান্নান মাসউদের সমর্থকরা অতীতে আওয়ামী লীগ করত এখন তারা নিজেদের এনসিপির সমর্থক বলে দাবি করছে। আমরা আওয়ামী লীগ ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি দিয়েছিলাম তখনই সংঘর্ষের ঘটনা ঘটে।"

সংঘর্ষের পর থেকে হাতিয়ার জাহাজমারা এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং উভয় পক্ষকে সতর্ক করা হয়েছে যাতে আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।

 

কালের সমাজ//এ.জে

Side banner