ঢাকা শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

রাজবাড়ীতে গণ অধিকার পরিষদের ইফতার ও দোয়া মাহফিল

জেলা প্রতিনিধি,রাজবাড়ী মার্চ ২৪, ২০২৫, ০৭:৫৪ পিএম রাজবাড়ীতে গণ অধিকার পরিষদের ইফতার ও দোয়া মাহফিল

রাজবাড়ীতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ও সকল রাজনৈতিক দলের সদস্যবৃন্দের সম্মানে গণ অধিকার পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৪শে মার্চ সন্ধ্যায় শহরের রত্না কমিউনিটি সেন্টারে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

গণ অধিকার পরিষদ রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, বাংলাদেশ খেলাফত যুব মজলিস রাজবাড়ী জেলা শাখার সভাপতি মাওলানা আবু তাহের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক মীর মাহমুদ সুজন, মুফতি জাকির হোসেন, সদর উপজেলা ইমাম কমিটির সভাপতি হাফেজ মোঃ নাজমুল হক, দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার শেখ, বাংলাদেশ যুব অধিকার পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি কামরুল ইসলাম রাশেদ প্রমূখ বক্তব্য রাখেন।

ইফতার পূর্বে দেশ জাতির মঙ্গল কামনায় ও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সদর উপজেলা ইমাম কমিটির সভাপতি হাফেজ মোঃ নাজমুল হক।

ইফতার ও দোয়া মাহফিলে গণধিকার পরিষদ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


কালের সমাজ//এ.জে

Side banner