ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

মধুখালীতে জামায়াতের মনোনীত এমপি প্রার্থী ইলিয়াস মোল্লার গণসংযোগ

মোঃ ইনামুল খন্দকার ,মধুখালী ,ফরিদপুর মার্চ ২৪, ২০২৫, ০৭:৩৭ পিএম মধুখালীতে জামায়াতের  মনোনীত এমপি প্রার্থী ইলিয়াস মোল্লার গণসংযোগ

দীর্ঘদিন রাজনৈতিক ময়দানের বাইরে থেকেও বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের নেতাকর্মীদের সুসংগঠিত রেখে সকল কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে। বিশৃঙ্খলা না করার জন্য কঠোরভাবে হুশিয়ার করে দিয়েছেন দলটির নেতৃবৃন্দ।

নির্বাচনকে সামনে রেখে দলটি তাদের সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

রবিবার(২৩ মার্চ) দুপুরে মধুখালী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আলীমুজ্জামান ও মধুখালী পৌর জামায়াতে ইসলামীর  আমির রেজাউল ইসলাম এর নেতৃত্বে, ফরিদপুর ০১ সংসদীয় আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী প্রফেসর ডঃ মুহাম্মদ ইলিয়াস মোল্লাকে সাথে নিয়ে মধুখালী  উপজেলা বিভিন্ন ইউনিয়নের বাজার ও পৌরসভার বিভিন্ন স্থানে গণসংযোগ করছেন দলটি নেতাকর্মী, এসময় পৌরসভা বিভিন্ন দোকান পাট হাসপাতাল ক্লিনিক মসজিদ, মাদ্রাসার জনসাধারণের খোঁজ খবর নেন এ জামায়াতে ইসলামীর প্রার্থী। 

এসময় সাথে ছিলেন, মধুখালী উপজেলা  জামায়াতের ইসলামীর আমীর মাওলানা আলীমুজ্জামান, মধুখালী পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল ইসলাম, পৌর ৬ নং জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি লিয়াকত আলী পৌর ৩ নং জামায়াতে ইসলামীর সভাপতি আশরাফুজ্জামান, উপজেলা ছাত্রশিবির সভাপতি সাইফুদ্দিনসহ উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর নেতাকর্মী। 

গণসংযোগ কালীন সময় উপজেলার জাহাপুর ইউনিয়ন, মেগচামী ইউনিয়ন ও পৌরসভার রেলগেট মধুখালী বাজার এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের সাথে খোঁজ খবর নেন তিনি। এসময় বিভিন্ন ক্লিনিক ও দোকানীদের সাথে কথা বলেন, 

উৎফুল্ল জনতা জামায়াত নেতৃবৃন্দকে কাছে পেয়ে ১৭ বছরের নির্যাতন ও হয়রানির কথা তুলে ধরেন, এবং জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থীকে স্বাগত জানান, পরে জামায়াতে ইসলামীর মনোনীত ফরিদপুর ১ আসনের এমপি প্রার্থী প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াস মোল্লা বলেন, মধুখালীর সন্তান আমি মধুখালীর বিভিন্ন এলাকার মানুষের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি সেটা হলো মানুষ সৎ লোকের শাসন চায় এবং দূর্ণীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র পরিচালনায় সৎ ও যোগ্য লোক দেখতে চায়, আমি অনেকটায় আশাবাদী আগামীতে মানুষ সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবে।

 

কালের সমাজ//এ.জে

Side banner