জামালপুরের সরিষাবাড়ীতে কামরাবাদ ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন আলমগীর হোসেন। রোববার (২৩ মার্চ) কামরাবাদ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যগণের উদ্যোগে এ দায়িত্ব গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম ৫ই আগস্ট আওয়ামীলীগ সরকার পতনের পর থেকে পলাতক রয়েছেন। জনস্বার্থে ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে গত ১৯শে মার্চ জামালপুরের জেলা প্রশাসক হাসিনা বেগম স্বাক্ষরিত এক পত্র জারী করেন। ওই পত্রে কামরাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য আলমগীর হোসেন কে কামরাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য দায়িত্ব প্রদান করেছেন।
উক্ত দায়িত্ব গ্রহন অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কামরাবাদ ইউনিয়ন শাখার সভাপতি ও সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল (অবসর) আব্দুল বারেক সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন, উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর কবীর, কামরাবাদ ইউনিয়ন বিএনপি’র সহ সভাপতি মোখলেছুর রহমান পিন্টু, সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মুন্না, ইউপি সচিব , ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, সন্তোষ মিয়া প্রমুখ। অনান্যদের মধ্যে বিএনপি নেতা ও সমাজ সেবক উজ্জল সরকার, ব্যবসায়ী শহীদুল্লাহ সহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। দায়িত্ব গ্রহন অনুষ্ঠান পূর্ব আলোচনা সভাটি কামরাবাদ ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক রিপন মিয়া পরিচালনা করেন। পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন কে ফুল দিয়ে বরণ করে নেন কামরাবাদ ইউনিয়ন বাসীর পক্ষে ইউপি সদস্য ও দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। কামরাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন ইউনিয়নবাসীর নিকট আন্তরিক ও সার্বিক সহযোগীতা কামনা করেছেন।
কালের সমাজ//এ.জে
আপনার মতামত লিখুন :