ভোলার মনপুরায় অসহায় ও সুস্ত মানুষের মধ্যে ঈদের স্পেশাল বিজিএফ এর চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপি নেতা কর্মীদের সাথে জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিন দলের ১৫ জন নেতাকর্মীয় আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আহতদের মনপুরা হাসপাতালে ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে নৌ বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রবিবার( ২৩ মার্চ ) দুপুর ১২ টায় উপজেলা উত্তর চাকুচিয়া ইউনিয়ন পরিষদের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটনা সূত্রে জানা গেছে, সকাল ১০ টায় উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসকের নেতৃত্বে চাল বিতরণ কার্যক্রম চলছিল। এতে একতরফা বিএনপি নেতাকর্মীদের মধ্যে ওই চাল বিতরণ করার অভিযোগে এনে স্থানীয় জামাত ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা একসাথে বিক্ষোভ মিছিল করে। এক পর্যায়ে তারা মিছিল নিয়ে ইউনিয়ন পরিষদের সামনে গেলে স্থানীয় বিএনপি`র নেতাকর্মীদের সাথে সংঘর্ষ শুরু হয়। ঘন্টা ব্যাপী সংঘর্ষে ৩ দলের ১৫ জন কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের সবার বাড়ি উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে। ত্রিমুখী সংঘর্ষের খবর পেয়ে নৌবাহিনী ও পুলিশের সদস্যরা উপস্থিত হলে পরিস্থিতি শান্ত হয়। এ সময় ওই ইউনিয়ন পরিষদের ২ ঘন্টা চাল বিতরণ বন্ধ থাকে। পরের পরিস্থিতি শান্ত হলে ওই ৩ দলে নেতাদের সাথে বৈঠকের পর চাল বিতরণ শুরু করা হয় বলে জানা যায়।
উত্তর সাকুচিয়া ইউনিয়ন জামাতের সভাপতি মাওলানা আবু সুফিয়ান অভিযোগ করে জানান, এক তরফাভাবে বিএনপি নেতাকর্মীদের মধ্যে চাল বিতরণ করা হয়। এর প্রতিবাদে মিছিল শেষে প্রশাসকের কাছে আসলে বিএনপি নেতা মোশারফ মাসুদ এর নেতৃত্বে আমাদের উপর হামলা করা হয়। এতে আমাদের বেশ কিছু নেতাকর্মী আহত হয়েছে ।
অভিযোগের বিষয়ে উত্তর সাকুচিয়া ইউনিয়ন বিএনপি সহ সভাপতি মোশারফ জানান, আমি হামলা করিনি বরং পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে যাই।
এ বিষয়ে মনপুরা থানার অফিসার ইনচার্জ( ওসি ) আহসান কবির জানান , চাল বিতরণ নিয়ে বিএনপি- জামাত ও ইসলামী আন্দোলন নেতাদের মধ্যে মারামারি ঘটনা ঘটে। পরে নৌ বাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ব্যাপারে কেউ এখনো লিখিত অভিযোগ করেননি।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিখন বণিক জানান, চাল বিতরণের সময় তিন দলের নেতাকর্মীদের মধ্যে আর আমার এই ঘটনা শুনেছি। কবে যেন বাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ এনেছে। তিন দলের নেতাদের সাথে বসে সমস্যার সমাধান করার চেষ্টা করব।
কালের সমাজ//এ.জে
আপনার মতামত লিখুন :