ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

বেরোবিতে ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

বেরোবি প্রতিনিধি মার্চ ২৪, ২০২৫, ১১:৪২ এএম বেরোবিতে ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনটির নেতৃত্বে এসেছেন সমাজবিজ্ঞান বিভাগের জাহিদ হাসান জয় (আহ্বায়ক) ও অর্থনীতি বিভাগের মো. মেহেদী হাসান (সদস্য সচিব)।

রবিবার (২৩ মার্চ) ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি এবং সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়।

নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক হয়েছেন জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের মো. নাঈম ইসলাম এবং যুগ্ম সদস্য সচিব হয়েছেন ইংরেজি বিভাগের বায়জিদ বোস্তামী। কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, মো. নেজাজ ইসলাম (জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ); আব্দুল মজিদ (একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস); মো. মুসতাকিম মিয়া (ইতিহাস); মো. সানোয়ার ইসলাম (ইতিহাস); জাকারিয়া ইসলাম (জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ); তামিম ইকবাল (ম্যানেজমেন্ট এন্ড ইনফরমেশন সিস্টেম); মো. সাকিব মিয়া (ফাইন্যান্স এন্ড ব্যাংকিং); মো. মাহবুব আলী (ম্যানেজমেন্ট এন্ড ইনফরমেশন সিস্টেম); মো. নাদিম মিয়া (পরিসংখ্যান); মো. জাহিদ ইসলাম (লোকপ্রশাসন); মো. জিসান ইসলাম (একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম); মো. সালেহ উদ্দীন (একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস)

নবগঠিত কমিটির আহ্বায়ক জাহিদ হাসান জয় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, "জুলাই অভ্যুত্থানের চেতনায় উজ্জীবিত হয়ে ইনকিলাব মঞ্চ ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। শিক্ষাপ্রতিষ্ঠানে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে আমরা সোচ্চার থাকব। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তথাকথিত শাহবাগী ও ফ্যাসিবাদের দোসরদের বিচারের দাবি জানিয়ে ছাত্রদের যেকোনো নৈতিক আন্দোলনে আমরা সর্বদা পাশে থাকব।"

যুগ্ম আহ্বায়ক মো. নাঈম ইসলাম বলেন, "ইনকিলাব মঞ্চ কোনো শাসকের দাসত্ব মেনে নেবে না। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে আমরা আপসহীন থাকব। শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা নিরলসভাবে কাজ করব।"

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চ একটি অভ্যুত্থান অনুপ্রাণিত সাংস্কৃতিক প্ল্যাটফর্ম। সমস্ত আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও ইনসাফভিত্তিক একটি রাষ্ট্র বিনির্মাণই এ সংগঠনের লক্ষ্য।

 

কালের সমাজ//এ.জে

Side banner