রাজবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে চার প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করেছে।গতকাল ২৩শে মার্চ সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার কালুখালী উপজেলার রতনদিয়া বাজারে এই অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়।
জানা গেছে, পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজারের দ্রব্য মূল্য স্থিতিশীল রাখতে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ করার অপরাধে বৈশাখী হোটেলকে ৫ হাজার টাকা,অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধের আল্লাহর দান হোটলকে ৩ হাজার টাকা, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন ও সংরক্ষণ না করার অপরাধের রহমান স্টোরকে ৫০০ টাকা ও একই অপরাধে মামুন স্টোরকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজি রকিবুল হাসান, জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামাণিক, জেলা পুলিশের এএসআই মোঃ জাকির হোসেন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
কালের সমাজ// এ.জে
আপনার মতামত লিখুন :