ঢাকা শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২২ চৈত্র ১৪৩১
রাজবাড়ীতে

ফেইথ ওপেন স্কাউট গ্রুপের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি,রাজবাড়ী মার্চ ২৩, ২০২৫, ১২:১৫ পিএম ফেইথ ওপেন স্কাউট গ্রুপের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

"আস্থার সাথে করবো কাজ,প্রতিশ্রুতি দিচ্ছি, সফলতা নিয়ে ঘরে ফিরবো আজ" এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে ফেইথ ওপেন স্কাউট গ্রুপের আয়োজন ক্বেরাত প্রতিযোগিতা, ইসলামিক সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, স্কাউট ওন দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(২২মার্চ) বিকেলে উপজেলা পরিষদের হলরুমে এই আয়োজন করে সংগঠনের সদস্যরা।

ইফতার ও দোয়া মাহফিলের পূর্বে ক্বেরাত, ইসলামিক সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, এবং প্রতিযোগীদের মধ্যে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। ক্বেরাত প্রতিযোগিতায় ৮ জন ও ইসলামিক সংগীততে ৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

ইফতার মাহফিল পূর্বে দোয়া পরিচালনা করেন সদর উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মোঃ সিয়াম হোসেন।

ইফতার মাহফিলে স্কাউটস এর সম্পাদক ও ইউনিট লিডার গোলাম রাব্বানী, প্রশিক্ষক রিফাত খান সহ ফেইথ ওপেন স্কাউট গ্রুপের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে ফেইথ ওপেন স্কাউট গ্রুপের উদ্যেগে অসহায়, দুস্থ, ও পথচারীদের মাঝে ইফতারী বিতরণ করা হয়।

 

কালের সমাজ// এ.জে

Side banner