ঢাকা শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
বিএনপি মনোনিত প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানালেন

মুকসুদপুরে দোয়া ও ইফতার  মাহফিলে বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিম

কাইয়ূম শরীফ, মুকসুদপুর মার্চ ২২, ২০২৫, ১০:৪৩ পিএম মুকসুদপুরে দোয়া ও ইফতার  মাহফিলে বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিম

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় দোয়া ও ইফতার মাহফিলে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম আগত রোজাদার ও মুসল্লিদের উদ্দেশ্যে আগামী সংসদ নির্বাচনে বিএনপি ও তারেক রহমান মনোনিত প্রার্থীকে ধানের শিষ প্রতিকে ভোট দেওয়ার আহ্বান জানান।

শনিবার (২২ মার্চ) গোহালা ইউনিয়নের বামনডাঙ্গা বাজার মাঠে মোচনা গোহালা ও রাঘদী ইউনিয়ন বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে।

গোহালা ইউনিয়ন বিএনপির  সভাপতি দুলু কাজির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফুরকান কাজীর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। 

মহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু,  সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু,  যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পি, উপজেলা বিএনপির সহসভাপতি মোঃ রবিউল ইসলাম,  দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ,  ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ ওহিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক আসাদ শিকদার,  যুগ্ন আহবায়ক মোঃ স্বপন মোল্লা, পৌর যুবদলের আহবায়ক সাইফুজ্জামান লিটন, যুগ্ম আহবায়ক মোঃ আমিনুল ইসলাম,  উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাইয়ূম মুন্সি, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন,  সাধারণ সম্পাদক যোবায়ের মাতুব্বর, যুগ্ন সম্পাদক ফয়সাল খান যোবায়ের, সাংগঠনিক  মোঃ নূরুল ইসলাম কাজী নয়ন, পৌর ছাত্রদলের সভাপতি আশিক মুন্সি,  সাধারণ সম্পাদক মোঃ শাকিল শরীফ,কলেজ ছাত্রদলের সভাপতি  মেহেদী মুন্সি, সাধারণ সম্পাদক মহসিন মোল্লা,  সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। 

আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

কালের সমাজ// এ.জে

Side banner