ঢাকা শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

বিশ্ব পানি দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় র‍্যালি ও আলোচনা সভা

এম রফিক, সাতক্ষীরা মার্চ ২২, ২০২৫, ০২:৩৮ পিএম বিশ্ব পানি দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় র‍্যালি  ও আলোচনা সভা

সাতক্ষীরায় বিশ্ব পানি দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি  ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরার আয়োজনে  শনিবার (২২ মার্চ) সকাল ১১ টায়  কালেক্টরেট চত্বর হতে একটি র‍্যালি বের হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) বিষ্ণুপদ পাল এর সভাপতিত্বে  বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড -১ এর নির্বাহী প্রকৌশলী মো. সালাউদ্দিন, পানি উন্নয়ন বোর্ড -২ এর নির্বাহী প্রকৌশলী  সাখাওয়াত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড এর উপ-বিভাগীয়  প্রকৌশলী (শ্যামনগর)  মোঃ ইমরান সরদার, উপ-বিভাগীয় প্রকৌশলী(কালিগঞ্জ) শুভেন্দু বিশ্বাস সহ সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড এর  বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।

 

 


কালের সমাজ// এ.জে

Side banner