রাজবাড়ী শহরের রেলওয়ে নিউকলোনী এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিল সহ সামী বিশ্বাস (২২) নামের এক মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২১মার্চ) ভোর ৬ টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া সামী বিশ্বাস পৌরসভার ৬ নং ওয়ার্ড দক্ষিণ ভবানিপুর গ্রামের মেহেদী হাসানের ছেলে।
পুলিশের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, রাজবাড়ী থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালীন গত ২১শে মার্চ সন্ধ্যা ৬ টার দিকে রাজবাড়ী সদরের বিনোদপুর এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে রেলওয়ে নিউকোলনী গ্রামের এর-২৭১ বাসার পশ্চিম কোনে পরিত্যাক্ত ঘরের মধ্যে একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের জন্য অবস্থান করছে। পরে সদর থানার টিম আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ঘটনাস্থলে পৌছানো মাত্রই পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সামী বিশ্বাস নামের যুবককে আটক করা হয়। এসময় তাহ দেহ তল্লাশী করে তার পরিহিত ফুল প্যান্টের সামনের ডান পকেট থেকে ভারতীয় তৈরী আমদানি নিষিদ্ধ এক বোতল ইনটেক ফেন্সিডিল ও একটি খালি ফেন্সিডিলের বোতল জব্দ করা হয়।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
কালের সমাজ// এ.জে
আপনার মতামত লিখুন :