ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

২৪-এর গণবিপ্লব জাতীয় ঐক্যের ভিত্তি হবে : জামায়াতের আমীর

কালের সমাজ | জেলা প্রতিনিধি,গাজীপুর অক্টোবর ২৫, ২০২৪, ০৫:২৮ পিএম ২৪-এর গণবিপ্লব জাতীয় ঐক্যের ভিত্তি হবে : জামায়াতের আমীর

২৪-এর গণবিপ্লব জাতীয় ঐক্যের ভিত্তি হবে। এই গণবিল্পবের চেতনাকে পাশ কাটিয়ে আমাদের দল বা অন্য কোনো দল যাতে ভিন্ন পথে হাঁটার চিন্তা না করে সেই হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

আজ শুক্রবার দুপুরে গাজীপুরে চৌরাস্তা এলাকায় একটি কনভেনশন হলে আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান বলেন, যারা গণবিপ্লবের চেতনা ছাড়া ভিন্ন পথে হাঁটবেন, তাদের স্বৈরাচারের রাস্তা ধরা ছাড়া বিকল্প নেই। পরিণতিও স্বৈরাচারীদের মতোই হবে।

প্রতিটি রাজনৈতিক দলকে জনগণের চেতনার বিপক্ষে না যাওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, কোনো মহল যদি জাতির সাথে প্রতারণা করতে চায়, তাহলে তাদেরকে শক্ত হাতে দমন করা হবে।

সম্মেলনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিশ সূরা সদস্য গাজীপুর জেলা আমির ড. মো. জাহাঙ্গীর আলম। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়েতের সদস্যরা।

 
কালের সমাজ/এ.স./আ.য

Side banner