ফিলিস্তিনে ইজরাইল কর্তৃক বর্বর হামলা ও ভারতে মুসলমানদের নির্বিচারে হত্যার প্রতিবাদে টাঙ্গাইলের ধনবাড়ীতে উপজেলার সর্বস্তরের তৌহিদী জনতা আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১মার্চ) বাদ জুম`আ নামাযের পরে ধনবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা-টাঙ্গাইল- জয়দেবপুর- জামালপুর মহাসড়ক সহ ধনবাড়ী বাজার প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি ধনবাড়ী মডেল মসজিদ এর সামনে গিয়ে শেষ হয়।
ধনবাড়ী মডেল মসজিদ এর সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন-ধনবাড়ীর সর্বস্তরের তৌহিদী জনতা ।
বিক্ষোভ মিছিলে সর্বস্তরের তৌহিদী জনতারা ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’; ‘দুনিয়ার মজলুম এক হও লড়াই করো’; ‘ওহুদের হাতিয়ার, গর্জে উঠো আরেকবার’; ‘বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন স্বাধীন করো’সহ ইসরায়েলের হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তাঁদের হাতে হামলার প্রতিবাদে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।
সভায় বক্তারা ইসরায়লী হামলার নিন্দা জানান এবং অনতিবিলম্বে ফিলিস্তিনের উপর হামলা বন্ধ করার জন্য এবং সারা বিশ্বের মুসলিম দেশগুলোকে ফিলিস্তিনের অসহায় মানুষের পাশে দাড়ানোর আহবান জানান। একইসাথে ইসরায়েলি এবং ইহুদিদের পণ্য বর্জনের আহবান জানান। পরে ফিলিস্তিনীদের কল্যাণ কামনায় দোয়া করা হয়। মোনাজাতের মাধ্যমে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সমাপ্ত হয়।
বিক্ষোভ মিছিলে সর্বস্তরের তৌহিদী জনতা সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ছাত্রসংগঠনের সদস্য ও স্কুল কলেজের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমাবেশে নেতারা একসঙ্গে ঐক্য গড়ে তুলে প্রতিরোধ তৈরি করার আহ্বান জানান।
কালের সমাজ//এ.জে
আপনার মতামত লিখুন :